তজুমদ্দিনে নৌকা-জালসহ ১২জেলে আটক

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » তজুমদ্দিনে নৌকা-জালসহ ১২জেলে আটক
বুধবার ● ৮ মার্চ ২০২৩


তজুমদ্দিনে নিষেধাজ্ঞ অমান্যে নৌকা-জালসহ ১২জেলে আটক

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের মেঘনা নদীতে নিষেধাজ্ঞ অমান্য করে মাছ ধরার অপরাধে ৭টি নৌকা-জালসহ ১২ জেলেকে আটক করেছে  উপজেলা মৎস্য অফিস। বুধবার সকালে (৮ মার্চ) উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মরিয়ম বেগম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা  ও অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় ৫ শিশু জেলেকে অভিভাবকের কাছ থেকে মুচলেকা গ্রহনের মাধ্যমে ছেড়ে দেন।

উপজেলা মৎস্য অফিসার আমির হোসেন জানান, মার্চ -এপ্রিল দুই মাসের মাছ ধরার নিষেধাজ্ঞা অমান্য করায় মঙ্গলবার দিবাগত রাতে তজুমদ্দিনের মেঘনা নদী থেকে ১২ জেলেকে ৭টি মাছ ধরার নৌকা-জালসহ আটক করা হয়। পরে শশীগঞ্জ  স্লুইজঘাটে এনে রাতে জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেওয়া হয়। নৌকাগুলো জব্দ করে হেফাজতে রাখা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৭ জেলেকে জরিমানা ও ৫ জন অপ্রাপ্ত বয়স্ক  হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে।  এর আগেও ১টি নৌকা জালসহ ৫ জনকে আটক করা হয়েছিল। এ পর্যন্ত ১০ জেলে কাছ থেকে ৩৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোট ১০টি নৌকা জব্দ করে হেফাজতে রাখা হয়েছে।


আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:৪৭:০১ ● ৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ