কাউখালীতে অবৈধ নৌযানকে জরিমানা

প্রথম পাতা » পিরোজপুর » কাউখালীতে অবৈধ নৌযানকে জরিমানা
সোমবার ● ২০ ফেব্রুয়ারী ২০২৩


কাউখালীতে অবৈধ নৌযানকে জরিমানা

কাউখালী(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের কাউখালীতে বালুর জাহাজের বৈধ কাগজ পত্র না থাকায় দুইটি জাহাজের মালিককে দশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার সুলতানা।
কাউখালীর নৌ-পুলিশের উপ-পরিদর্শক জামশেদ আলী জানান, সোমবার দুপুরে নৌ পুলিশ কাউখালীর শহরের লঞ্চঘাট সংলগ্ন সন্ধ্যা নদীতে বালুবাহীসহ ২টি নৌযানের বিরুদ্ধে অভিযান চালানো হয়। এ সময় জাহাজের যোগ্যতার সনদ ও রেজি: সার্টিফিকেট না থাকায় তাদেও আটক করে ভ্রাম্যমান আদলতে হাজির করা হয় । বৈধ কাগজ না ধাকার অপরাধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ (আইএসও) ১৯৭৬-এর বিভিন্ন ধারা ও সংশ্লিষ্ট বিধি লঙ্ঘনের অভিযোগে নৌযানের মালিক আলতাফ হোসেন(৫০) এবং  ইউনুস আলীকে ৫হাজার টাকা করে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালতের বিচারকও উপজেলা নির্বাহী অফিসার মেহের নিগার সুলতানা।
ভবিষ্যতে অবৈধ ও আইন অমান্য করে কোনো ধরনের নৌযান না চালানোর জন্য মালিক, মাস্টার ও ড্রাইভারদের কঠোরভাবে সতর্ক করে দেন ভ্রাম্যমান আদালত।

আরএইচআর/এমআর

বাংলাদেশ সময়: ১৯:২৮:৩১ ● ১২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ