গোপালগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

প্রথম পাতা » ঢাকা » গোপালগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩


গোপালগঞ্জে বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥

গোপালগঞ্জে র‍্যালী ও আলোচনা সভার মধ্যদিয়ে বিশ্ব কুষ্ঠ দিবস-২০২৩ পালিত হয়েছে।

রোববার (২৯ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে
“এখনই কাজ শুরু করি-কুষ্ঠ রোগ নির্মূল করি” এ প্রতিপাদ্যে একটি র‍্যালী বের হয়ে পুনরায় সিভিল সার্জন কার্যালয়ের সামনে ফিরে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে গোপালগঞ্জ জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদের সভাপতিত্বে কুষ্ঠ রোগ ও তা নিরসনে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.এস এম সাকিবুর রহমানের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, গোপালগঞ্জ বক্ষব্যাধি ক্লিনিকের জুনিয়র কনসালটেন্ট ডা.মো রফিকুজ্জামান।

এসময় গোপালগঞ্জ পৌর কাউন্সিলর আল- আমিন, মেডিকেল অফিসার ডা.দেবাকর বিশ্বাস, ডা.সাদ মাহমুদ জয়, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা ডা.আরিফুল ইসলাম সহ বিভিন্ন এনজিও কর্মকর্তা ও তাদের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


এইচবি/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:২৪ ● ১৯১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ