ঈমানদার ব্যক্তির আমলের মূল ভিত্তি হলো সঠিক আক্বীদা: ছারছীনা পীর ছাহেব

হোম পেজ » ইসলামী জীবন » ঈমানদার ব্যক্তির আমলের মূল ভিত্তি হলো সঠিক আক্বীদা: ছারছীনা পীর ছাহেব
শনিবার ● ২৭ ডিসেম্বর ২০২৫


 

দক্ষিণ চর মৈশাদী দারুচ্ছুন্নাত খানকার ঈছালে ছাওয়াব মাহফিলে ছারছীনার পীর ছাহেবসহ অন্যান্যরা

ছারছীনা থেকে প্রেরিত প্রেস নোট

ছারছীনা দরবার শরীফ নবীজির তারিকা অনুযায়ী সুন্নাতের উপর আমলে বিশ্বাসী। হযরত পীর ছাহেব কেবলা বলেছেন, একজন ঈমানদার ব্যক্তির আমলের মূল ভিত্তি হলো সর্বাবস্থায় সঠিক আক্বীদা পোষণ করা। যারা সঠিক আক্বীদার অনুসারী, তারাই প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী। তিনি আরও বলেন, ভুল আক্বীদার খপ্পড়ে পড়ে মানুষ মহান আল্লাহর নৈকট্য অর্জনের পরিবর্তে বিভ্রান্ত হয়।

পীর ছাহেব কেবলা পীর ভাই ও মুহিব্বীনদের উদ্দেশ্য করে বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে থেকে ছারছীনা দরবার শরীফ সূচনা লগ্ন থেকেই এদেশে দ্বীন ইসলামের প্রচার ও প্রসারের কাজ নিরলসভাবে করে যাচ্ছে। পথহারা ও ঈমানহারা মানুষকে সঠিক দ্বীনের শিক্ষা প্রদানের মাধ্যমে খেদমত করা ছারছীনা দরবার শরীফের মূল লক্ষ্য।

শনিবার বিকেলে পটুয়াখালী জেলার সদর উপজেলার কমলাপুর ইউনিয়নের দক্ষিণ চর মৈশাদী দারুচ্ছুন্নাত খানকায়ে মোহেব্বিয়া দীনিয়া কমপ্লেক্সে কমলাপুর ইউনিয়ন জমইয়াতে হিযবুল্লাহ আয়োজিত ঈছালে ছাওয়াব মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পীর ছাহেব এসব কথা বলেন।

মাহফিলে সভাপতিত্ব করেন কমলাপুর ইউনিয়ন পরিষদের সভাপতি আলহাজ্ব আব্দুস ছালাম মৃধা। এতে আরও গুরুত্বপূর্ণ আলোচনা করেন ছারছীনা দরবারের মুফতী মাওলানা মোঃ হায়দার হুসাইন এবং পীর ছাহেবের সফরসঙ্গী মাওলানা মোঃ মোহেব্বুল্লাহ আল মাহমুদ।

পরিশেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সময়: ১৯:১৫:১৮ ● ৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ