বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক-এমপি ফিরোজ

প্রথম পাতা » পটুয়াখালী » বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক-এমপি ফিরোজ
শনিবার ● ২৮ জানুয়ারী ২০২৩


বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবি অযৌক্তিক-এমপি ফিরোজ

বাউফল (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ আসম ফিরোজ এমপি বলেছেন,‘উচ্চ আদালত তত্ত্বাবধায়ক  সরকার ব্যবস্থাকে অবৈধ ঘোষণা করেছেন। তাই নো মোর তত্ত্বাবধায়ক, দলীয় সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে তত্ত্বাবধায়ক সরকারের নামে সামরিক জান্তা সরকার আসার কোনো সুযোগ নেই। এই মুহুর্তে বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবী অযৌক্তিক।’
শনিবার (২৮ জানুয়ারি) সকালে বাউফলের নওমালা মাধ্যমিক বিদ্যালয় মাঠে  নওমালা ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত এক বিশাল কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসম ফিরোজ এমপি বলেন, ‘বিশ্বের উন্নত দেশে দলীয় সরকারের অধীনেই নির্বাচন হয়। এদেশেও আগামী সংসদ নির্বাচন আওয়ামীলীগ সরকারের অধীনেই হবে।  নির্বাচন কমিশন ও প্রশাসন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করবেন।’
নওমালা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক কামাল হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসারেফ হোসেন খান, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক এসএম ফয়সাল আহম্মেদ, ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি নাসির উদ্দিন ও যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

এএস/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৪:৩৯ ● ২২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ