আমতলীতে শীতার্তদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে শীতার্তদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ
মঙ্গলবার ● ১০ জানুয়ারী ২০২৩


আমতলীতে শীতার্তদের মাঝে ৫শ’ কম্বল বিতরণ

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ হোসেন রত্তন হাওলাদারের উদ্যোগে  তার ছেলে প্রায়াত মাহবুব এলাহী মিরাজের স্মরণে শীতার্ত পাচঁ’শ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মজিবুর রহমান এ কম্বল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আমতলী পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ হোসেন রত্তন হাওলাদার একমাত্র ছেলে মাহবুব এলাহী মিরাজ গত বছর ১৩অক্টোবর মৃত্যুবরণ করেন। প্রায়াত ছেলের স্মরণে মঙ্গলবার হাসপাতাল সড়কের নিজ বাসভবন প্রাঙ্গণে  শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের উদ্যোগ নেয়। তিনি পৌর শহরসহ বিভিন্ন এলাকার পাচ’শ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম, উপজেলা নারী ভাইস চেয়ারম্যান মোসাঃ তামান্না আফরোজ মনি, ওসি একেএম মিজানুর রহমান ও কাউন্সিলর মোঃ সামসুল হক চৌকিদার, সাবেক সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন  ও প্রধান শিক্ষক মোঃ আনোয়ারুল কবির প্রমুখ উপস্থিত ছিলেন।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ২০:৫৬:৫৫ ● ১২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ