দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই-গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

প্রথম পাতা » গণমাধ্যম » দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই-গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি
শনিবার ● ২৪ সেপ্টেম্বর ২০২২


দেশের স্বার্থে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই-গণযোগাযোগ অধিদপ্তরের ডিজি

সাগরকন্যা কুয়াকাটা অফিস॥

গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মো. জসীম উদ্দিন বলেন, গুজব ও অপপ্রচার কখনো কখনো আমাদের মাঝে ব্যাধি হিসেবে দেখা দেয়। এসব অপপ্রচার রোধে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। দেশের কল্যাণে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে কুয়াকাটা প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তিনি এসব কথা বলেন। পটুয়াখালী তথ্য অফিসের আয়োজনে কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে মতবিনিময়ে অংশগ্রহণ করেন স্থানীয় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা। তাঁরা গুজব, অপপ্রচার, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও  মাদক নির্মূল বিষয়ে কথা বলেন।
বক্তব্য রাখেন সাংবাদিক আনোয়ার হোসেন আনু, খান এ রাজ্জাক, মোঃ  মনিরুল ইসলাম, বাবু অনন্ত মুখার্জী, এস.কে রঞ্জন, সিকদার জাবির হোসেন, মোঃ ওমর ফারুক প্রমুখ। বরিশাল তথ্য অফিসের পরিচালক জাকির হোসেন,  গণযোগাযোগ অধিদপ্তরের রক্ষনাবেক্ষণ প্রকৌশলী মোহাম্মদ আজিম উদ্দীন, বরগুনা জেলা তথ্য অফিসার সেলিম মাহমুদ, ঝালকাঠি জেলা তথ্য অফিসার মোঃ আহসান কবির প্রমুখ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন পটুয়াখালী জেলা সিনিয়র তথ্য অফিসার ও উপ পরিচালক অনিমেষ কান্তি হাওলাদার।

এনইউবি/এমআর

 

বাংলাদেশ সময়: ২০:০৩:৫৬ ● ২১৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ