ছাতকে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ছাতকে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং
বৃহস্পতিবার ● ১ সেপ্টেম্বর ২০২২


ছাতকে নৌ-পথে চাঁদাবাজি বন্ধে পুলিশের মাইকিং

ছাতক(সুনামগঞ্জ) সাগরকন্যা প্রতিনিধি॥

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদীতে বালু ও পাথরবাহী নৌকা থেকে চাঁদাবাজি, অ‌বৈধ ড্রেজার দি‌য়ে বালু ও পাথর উ‌ত্তোলনকারী, ডাকাতি, মাদক পরিবহন ও চোরাচালান বন্ধে হুশিয়ারী দিয়ে মাইকিং করেছে পুলিশ। দীর্ঘদিন থেকে অবৈধভাবে চাঁদাবাজি করে আসছে প্রভাবশালী বিভিন্ন চক্ররা। নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে সুরমা নদীতে নৌকা যোগে মাইকিং করেন নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন। নদীতে চলাচলরত কোন নৌযানে চাঁদাবাজী করলে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করবেন মর্মে হুশিয়ারি দেয়া হয়। পাশাপাশি তিনি নদীতে চাঁদাবাজ মুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। মাইকিং কালে নৌ পু‌লিশ ফা‌ড়ি ইনচার্জ আ‌নোয়ার হো‌সেন, ছাতক নৌ প‌রিবহন ব‌্যবসা‌য়ী স‌মি‌তি সভাপ‌তি নজরুল ইসলাম চৌধুরী, ছাতক পাথর ব‌্যবসা‌য়ী সমবায় স‌মি‌তি সভাপ‌তি শাসছু মিয়া, পাথর ব‌্যবসা‌য়ী স‌মি‌তি সভা‌পতি হাজী ফজলু মিয়া, সাধারন সম্পাদক আবুল হাসান ও সা‌লেক মিয়াসহ পুলিশ সদস্যরাসহ এলাকার নানা শ্রেনীর মানুষ উপস্থিত ছিলেন।
প‌রে ছাতকস্থ নৌ পু‌লিশ ফা‌ড়ি অ‌ফি‌স ক‌ক্ষে নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন স‌ঙ্গে নৌ প‌রিবহন, পাথর ও বালু উ‌ত্তোলনকারী ব‌্যবসা‌য়ি‌ ও শ্রমিক‌দের স‌ঙ্গে এক মত‌বি‌নিময় সভা অনু‌ষ্টিত হ‌য়। নৌ পুলিশ সিলেট অঞ্চলের পুলিশ সুপার শম্পা ইয়াসমীন ব‌লেন, সুুরমা নদীতে চাঁদাবাজি বন্ধের জন্য ছাতক নৌ-পুলিশের পাশাপাশি থানা পুলিশ, দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন এবং চাঁদাবাজির নৌকাসহ চাঁদাবাজদেরকে আটক করা হলেও বর্তমানের ছাতক সুরমা নদী নৌপথে-কয়েকটি পয়েন্টে চাঁদা বন্ধ আছে। নৌপথে-চাদাঁবাজি বন্ধের লক্ষে পুলিশ কঠোর অবস্থানে থা‌কে ব‌লে তি‌নি হু‌সিয়ারী দেন।


এএমএল/এমআর

বাংলাদেশ সময়: ২১:১১:০১ ● ১০২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ