কুয়াকাটায় ফেডারেশন লিডারশীপ কর্মশালা

প্রথম পাতা » কুয়াকাটা » কুয়াকাটায় ফেডারেশন লিডারশীপ কর্মশালা
মঙ্গলবার ● ২৮ জুন ২০২২


কুয়াকাটায় ফেডারেশন লিডারশীপ কর্মশালা

কুয়াকাটা (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

রাখাইন আইসিডিপি প্রকল্পের অধীনে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস’র উদ্যোগে রাখাইন সম্প্রদায়ের নেতৃত্ব উন্নয়নে লিডারশীপ প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টায় লতাচাপলী ইউনিয়ন পরিষদ হলরুমে রাখাইন আইসিডিপি কলাপাড়া উপজেলার ২৬টি সিসিইউ’র (কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন)’র ১২ জন ফেডারেশনকে নেতৃত্বদানে দিকনির্দেশনায় প্রশিক্ষিত করা হয়।
পরে কুয়াকাটার আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ভুমি অধিকার, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, বাসস্থান ও সংস্কৃতি পুনরুদ্ধারে  আলোচনা হয়। এতে অংশ নেয়, রাখাইন নারী অধিকার আন্দোলন কর্মী লুমা রাখাইন, ভুমি অধিকার বঞ্চিত মায়া রাখাইন, পায়রা বন্দরে বসতভিটা অধিগ্রহনে কবলে পড়া দামো রাখাইন, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী সাঈদ, ফেডারেশন কর্মী মাতেন রাখাইন, কারিতাসের সমাজ উন্নয়ন কর্মকর্তা মংমিয়্যা রাখাইন, লতাচাপলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনছার উদ্দিন মোল্লা, কলাপাড়া উপজেলার রাখাইন সমাজকল্যান সমিতির সভাপতি টেনসুয়ে রাখাইন প্রমুখ।

কেএআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৪:১৫ ● ১৩৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ