গলাচিপায় আ’লীগের কর্মী সভা

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় আ’লীগের কর্মী সভা
বুধবার ● ২২ জুন ২০২২


গলাচিপায় আ’লীগের কর্মী সভা

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ অফিসে মঙ্গলবার (২১ জুন) রাত ৯ টায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়।
আগামী ২৫ শে জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মা সেতু শুভ উদ্বোধন ও জনসভা সফল করতে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের কর্মী সভায় আনন্দ প্রকাশ করা হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি সন্তোষ কুমার দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৩ পটুয়াখালী-৩ গলাচিপা-দশমিনা আসনের মাননীয় সংসদ সদস্য এসএম শাহজাদা (সাজু) এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন সাহ।
আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা টিটো, সহ-সভাপতি হাজী মজিবর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সরদার মো. শাহ আলমসহ উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত থেকে সভাকে সাফল্যমন্ডিত করেন। এ সময় প্রধান অতিথি এসএম শাহজাদা (সাজু) বলেন, শেখ হাসিনা সরকার বারবার দরকার। ‘যতদিন জননেত্রী শেখ হাসিনার হাতে দেশ পথ হারাবে না বাংলাদেশ’-এই শ্লোগানকে সামনে রেখে দক্ষিন জনপদের ভাগ্য উন্নয়নের রূপকার বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। যার স্বপ্ন বাস্তবায়নে দরকার শেখ হাসিনার মত ক্যারিশম্যাটিক নেতৃত্ব।

এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২২:২৯:৩৯ ● ১৭৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ