বাবুগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন, বাতিল ২

প্রথম পাতা » বরিশাল » বাবুগঞ্জে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন বাছাই সম্পন্ন, বাতিল ২
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


---

বাবুগঞ্জ (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বাবুগঞ্জ উপজেলায় ৪জন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৩জনের মনোনয়নপত্র বৈধ ও একজন ঋণ খেলাপীর কারনে মনোনয়নপত্র বাতিল হয়েছে। সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যানের পদে ফারজানা বিনতে ওহাব এর প্রার্থীতা বৈধ এবং একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্ধিতায় নিবার্চিত হতে চলছে। বৃহস্পতিবার সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও রিটানিং অফিসার মোঃ নুরুল আলম কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাচাই শেষে ফারজানা বিনতে ওহাবের প্রার্থীতা বৈধ ঘোষনা করা হয়। বৈধ উপজেলা চেয়ারম্যান প্রার্থীরা হলেন আওয়ামীলীগের মনোনিত প্রার্থী কাজী ইমদাদুল হক দুলাল, ওয়ার্কার্স পাটির মোজাম্মেল হক ফিরোজ, বিকল্পধারা এনামুল হক রাজু। মোস্তাক আহম্মেদ রিপোন ঋণ খেলাপীর কারনে প্রার্থীতা বাতিল হয় এবং ৭জন ভাইস চেয়ারম্যান প্রার্থীর মধ্যে শফিউল আযমের মনোনয়নপত্র বাতিল হয়। বৈধ ভাইস চেয়ারম্যান প্রার্থী হলেন জাতীয় পার্টির মকিতুর রহমান কিসলু, আ’লীগের ইকবাল আম্মেদ আজাদ, মোঃ শহিদুল ইসলাম মল্লিক, শাহরিয়া আহম্মেদ শিল্পী, মোঃ জাহাঙ্গীর আকন, ওয়ার্কার্স পার্টির মোঃ জামাল উদ্দিন। আগামী ২৪মার্চ বাবুগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১৫:৪৭:৩৭ ● ৫০৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ