কলাপাড়ায় ১৫জেলে পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ১৫জেলে পরিবারকে ঈদ সামগ্রী প্রদান
শুক্রবার ● ২৯ এপ্রিল ২০২২


কলাপাড়ায় ১৫জেলে পরিবারকে ঈদ সামগ্রী প্রদান

কলাপাড়া(পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

 

 

ভারতে কারাবন্দী ১৫ জেলে পরিবারের মাঝে ঈদ সামগ্রী নিয়ে পাশে দাড়িয়েছেন হানিফ খান নামের এক মানবিক যুবক। প্রত্যেক পরিবারের শিশু ও নারীদের নতুন পোশাক, ২৫ কেজি করে চাল, ১ কেজি করে চিনি, ৩ প্যাকেট করে সেমাই, ১ প্যাকেট করে গুড়ো দুধ ও  কিচমিচ প্রদান করা হয়। শুক্রবার দুপুরে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সন্মুখে ওইসব পরিবারের হাতে এ সহায়তা তুলে দেয়া হয়।

এ সময় ওই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.আনছার উদ্দিন মোল্লা,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সভাপতি এস কে রঞ্জন, সাংবাদিক সাইফুল ইসলাম রয়েল, মিজানুর রহমান, নাহিদুল হক, ফরাজি মো. ইমরান, মো.মহিবুল্লাহ পাটোয়ারি সহ ১৫ জেলে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত বছরের ২০ ডিসেম্বর মহিপুরের ১৫ জেলেসহ দুটি মাছ ধরা ট্রলার কুয়াশার কবলে পড়ে ভারতের জলসীমানায় ঢুকে পড়ে। এসময় ভারতের পুলিশ তাদের আটক করে চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ মুহাকুমা কারাগারে পাঠিয়ে দেয়। দীর্ঘদিনেও তাদের মুক্তি না মেলায় পরিবারের সদস্যরা পার করছেন মানবেতর জীবন।

 

 

 

এসকেআর/এমআর

 

বাংলাদেশ সময়: ২২:৪৯:৪৭ ● ৪০১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ