শেষ না দেখে হতাশ হতে চান না শাফিন

প্রথম পাতা » রাজনীতি » শেষ না দেখে হতাশ হতে চান না শাফিন
বৃহস্পতিবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৯


শেষ না দেখে হতাশ হতে চান না শাফিন

ঢাকা সাগরকন্যা অফিস॥

ঢাকা উত্তর সিটির উপ নির্বাচনে কিছু কেন্দ্রে অনিয়ম হওয়ার অভিযোগ করলেও শেষ পর্যন্ত না দেখে হতাশ হতে চান না মেয়র পদে জাতীয় পার্টির প্রার্থী শাফিন আহমেদ।
বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) বেলা ১২টা ২০ মিনিটে গুলশানের মানারাত ইন্টারন্যাশনাল স্কুল কেন্দ্রে নিজের ভোট দেওয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, হতাশ হওয়ার সময় এখনও আসেনি। বিএনপিসহ অধিকাংশ দলের বর্জনে এমনিতেই এ উপ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম। তার মধ্যে সকালের বৃষ্টির কারণে ভোটের প্রথম ঘণ্টায় কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখার কথা জানিয়ে ব্যান্ড সংগীতের তারকা শাফিন বলেন, এখানে পরিবেশ ভালো দেখলাম, কোনো অনিয়ম দেখিনি; তবে সকালে অন্যান্য কয়েকটা জায়গায় অনিয়ম দেখা গেছে, অনিয়মের কিছু প্রমাণও পেয়েছি। বাকি দিনটা আমি একটু দেখতে চাই। আরও কিছু কেন্দ্রে যাব। সবগুলো দেখে আমি আপনাদের একটা সঠিক মতামত দিতে পারব বিকাল বেলা। কোন কেন্দ্রে কী ধরনের অনিয়ম হয়েছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়গুলো এখনই ডিটেইল বলব না। সব দেখে নিই আগে, দেখে কথা বলি। জয়ের ব্যাপারে কতটা আশাবাদী জানতে চাইলে শাফিন আহমেদ বলেন, হতাশ হওয়ার এখনও সময় হয়নি। আমি মনে করি মাত্র দিন শুরু হইছে। লোকজন একটু আস্তে ধীরে বের হইছে। ছুটির দিন, একটু বর্ষা বাদল ছিল। দেখা যাক, বাকি সময় কী হয়। ভোটার উপস্থিতি নিয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, ভোটার উপস্থিতি লক্ষ্যণীয়ভাবে কম। এর কারণ জানতে চাইলে তিনি বলেন, আমি সেটার ব্যাখ্যা দিতে পারব না, তবে আশানুরূপ সাড়া দেখতে পাচ্ছি না ভোটারদের মধ্যে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৪:১২:৩৩ ● ৪৬২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ