ফুলবাড়ীতে সাত কলেজে জিপিএ-৫ পেয়েছে ১০৪জন

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » ফুলবাড়ীতে সাত কলেজে জিপিএ-৫ পেয়েছে ১০৪জন
রবিবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২২


ফুলবাড়ীতে সাত কলেজে জিপিএ-৫ পেয়েছে ১০৪জন

ফুলবাড়ী (দিনাজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

ফুলবাড়ীর উপজেলার ৫ কলেজ এবং অন্য উপজেলার দুই কলেজ (কেন্দ্র হয়েছে ফুলবাড়ীতে) সহ সাত কলেজের ফলাফলে শতকরায় শীর্ষে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ, জিপিএ-তে সরকারি কলেজ স্থান করেছে।

দিনাজপুরের ফুলবাড়ীর উচ্চ মাধ্যমিক ০৭টি কলেজের ২০২১ সালের এইচএসসি শ্রেণির ফলাফল প্রকাশিত হয়েছে। তা নিম্নে পদত্ত হলো: ১. ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের মোট পরীক্ষার্থী ২২৬, পাস করেছে ২১৯, জিপিএ-৫, ১২জন; পাসের হার ৯৬.৯০%। ২. ফুলবাড়ী সরকারি কলেজ, মোট পরীক্ষার্থী ৪৮৬, পাস করেছে ৪৩৪, জিপিএ ৫, -৬০ জন; পাসের হার ৮৯.৩০%। ৩. ফুলবাড়ী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজ, মোট পরীক্ষার্থী ৩৪৬, পাস করেছে ২৬০, জিপিএ -৫, ০২জন; পাশের হার ৭৫.১৪%।  ৪. বঙ্গবন্ধু সরকারি কলেজ,  ফুলবাড়ী; মোট পরীক্ষার্থী ২৬৮, পাস করেছে ২৪৪, জিপিএ -৫, ০২ জন; পাশের হার ৯১.০৪।  ৫. মাদিলাহাট কলেজ, ফুলবাড়ী; মোট পরীক্ষার্থী ৫৯, পাস করেছে ৫০, জিপিএ -৫, ০১জন; পাশের হার ৮৪.৭৫%।  ৬. আফতাবগঞ্জ সরকারি কলেজ, নবাবগঞ্জ; মোট পরীক্ষার্থী ৩০৫, পাস করেছে ২৮০, জিপিএ ৫, ২১জন; পাশের হার ৯১.৮০%। ৭. আফতাবগঞ্জ মহিলা কলেজ, নবাবগঞ্জ; মোট পরীক্ষার্থী ১০৭, পাস করেছে ৯৯, জিপিএ -৫, ০৬ জন; পাশের হার ৯২.৫২%।

ফলাফলের শীর্ষে থাকা ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খুরশিদ আলম বলেন, আমরা মহিলা কলেজ হওয়া সত্বেও ফুলবাড়ীতে অত্যন্ত অবহেলিত। আমরা এখন পর্যন্ত কোনো সরকারি বিল্ডিং পাইনি। নিজস্ব অর্থায়নে যেভাবে আমরা বিল্ডিং এর কাজ করে যাচ্ছি, তা অত্যন্ত অমানবিক। আমরা চেষ্টা করছি কলেজের উন্নয়নের সাথে সাথেই শিক্ষার্থীদের ভালো ফলাফল উপহার দিতে। আমরা প্রত্যেকবারই ফুলবাড়ীতে ভালো ফল করতে সক্ষম হয়েছি। আশা করছি এই ভালো ফলাফলের ধারা অব্যাহত থাকবে।


এএইচসি/এমআর

বাংলাদেশ সময়: ২১:১৬:৩৭ ● ১৭১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ