নেছারাবাদে ব্রাকের সমন্বয় সভা

প্রথম পাতা » পিরোজপুর » নেছারাবাদে ব্রাকের সমন্বয় সভা
বৃহস্পতিবার ● ২০ জানুয়ারী ২০২২


নেছারাবাদে ব্রাকের সমন্বয় সভা

নেছারাবাদ (পিরোজপুর) সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নেছারাবাদে ব্রাকের উদ্যোগে পুরুষ ও যুবকদের নিয়ে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জানুয়ারী) সকালে উপজেলার সমুদয়কাঠী ইউনিয়নের লক্ষনকাঠী গ্রামে এবং বিকেলে সোহাগদল গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা (সেলপ) কর্মসূচির আয়োজনে পুরুষ ও যুবকদের নিয়ে ওই সভা অনুষ্ঠিত হয়।
ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির সহযোগী কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান এর পরিচালনায় উপস্থিত পুরুষ ও যুবকদের নিয়ে পুরাতন ধ্যানধারনা, ক্ষতিকর আচারন, কুসংস্কার সমাজ থেকে ঝেড়ে ফেলা, ঘরের কাজ ও সন্তান লালন পালনে নারীকে সহযোগীতা করা এবং সিদ্ধান্ত গ্রহনে নারীর অংগ্রহন বাড়ানো প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও সভায় নারী পুরুষের কাজের ভিন্নতা নিয়ে ও নারী পুরুষের ভিতর বৈষম্য গত দিক এবং  পরিত্রানের উপায় নিয়ে আলোচনা করা হয়। উক্ত সভায় সবাই উপস্থিত পুরুষ ও যুবকরা প্রতিশ্রুতি দেন তারা বাসাবাড়িতে নারীকে সার্বিক কাজে সহযোগীতা করবে। এর ফল¯্রুতিতে পরিবার ও সমাজ উন্নয়নের একটা বড় মাইলফলক হিসেবে কাজ করবে। বিভিন্ন পরিকল্পনা গ্রহনের মধ্যে দিয়ে সভার কার্যক্রম সমাপ্ত করা হয়।

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২১:১০:২৮ ● ২৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ