গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

প্রথম পাতা » পটুয়াখালী » গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু
শুক্রবার ● ১৪ জানুয়ারী ২০২২


গলাচিপায় মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যু

গলাচিপা (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

পটুয়াখালীর গলাচিপায় রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা নামক স্থানে মোটরসাইকেল দুর্ঘটনা সুশান্ত শীল (৪৮) নামক একজনের মৃত্যু হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ১৩ই জানুয়ারী বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় গলাচিপা ও উলানিয়া হাইওয়ে রোডের রতনদী তালতলী ইউনিয়নের কাচারিকান্দা নামক স্থানে সুশান্ত শীল বাড়ি থেকে গলাচিপা যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত লেগে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। স্থানীয় লোকজন উদ্ধার করে গলাচিপা উপজেলা হাসপাতালে নিয়ে আসেন। প্রাথমিক চিকিৎসা দিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় শাখাঁরীয়া নামক স্থানে আসলে রাত ৮টার দিকে সুশান্ত শীল এর মৃত্যু হয়।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ এম আর শওকাত আনোয়ার বলেন, দুর্ঘটনা স্থান থানা পুলিশ পরিদর্শন করেন এবং লাশ ময়নাতদন্তের জন্যে নিয়ে আসতে চাইলে পরিবার ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা অনুরোধ করে লাশ নিয়ে যায়।

এসআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩৬:২১ ● ২৫৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ