কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের কর্মসূচী

প্রথম পাতা » গণমাধ্যম » কোটালীপাড়া ও টুঙ্গিপাড়ায় সাংবাদিকদের কর্মসূচী
রবিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৯


---

হেমন্ত বিশ্বাস, গোপালগঞ্জ সাগরকন্যা প্রতিনিধি॥
দৈনিক যুগান্তরের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবিরসহ পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা ও হয়রানিমূলক মামলা এবং ওই মামলায় কেরানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু জাফরকে গ্রেপ্তারের প্রতিবাদে কোটালীপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার উপজেলা পরিষদের সামনে কোটালীপাড়ার কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিক মিজানুর রহমান বুলু, মোল্যা মহিউদ্দিন, সুবল চক্রবর্তী, এইচ এম মেহেদী হাসানাত, রতন সেন কংকন, গৌরাঙ্গ লাল দাস,জাহিদুল ইসলাম, উত্তম কুমার বাড়ৈ, সুশান্ত বর্ণিক, কালাম মৃধা, ইমরান হোসেন, আবুল বশার, রনী আহম্মেদ, প্রমথ রঞ্জন, সুমন বালা, সুজিৎ মৃধা, রুহুল আমিন ফকির, শাহ আলম মিয়া, সমীর রায়, কালীপদ দাস বক্তব্য রাখেন।
বক্তারা, অবিলম্বে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।
এছাড়াও ২৪ ঘন্টার মধ্যে কেরাণীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আবু জাফরকে মুক্তি না দেয়া হলে কঠোর কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
অপরদিকে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবে সাংবাদিক আবু জাফরের নিঃশর্ত মুক্তি দাবী ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে টুঙ্গিপাড়া প্রেস ক্লাবের সভাপতি গোলাম কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মেহেদী হাসান প্রমূখ।
সভায় বক্তারা সাংবাদিক আবু জাফরের নিঃশর্ত মুক্তি দাবী, ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারসহ নিপীড়নমূলক ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবী জানান।

এইচএকে/এনবি

বাংলাদেশ সময়: ১৪:৩৭:২০ ● ৫৭৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ