রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কারাদণ্ড

প্রথম পাতা » পটুয়াখালী » রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কারাদণ্ড
সোমবার ● ২০ ডিসেম্বর ২০২১


রাঙ্গাবালীতে নির্বাচনী আচরণবিধি ভঙ্গের দায়ে কারাদণ্ড

গলাচিপা  (পটুয়াখালী) সাগরকন্যা প্রতিনিধি॥

আচরণবিধি ভঙ্গ করে এক প্রার্থীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অপরাধে পটুয়াখালীর রাঙ্গাবালীতে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থক সোহাগ খান (৪০) নামে একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার রাত সাড়ে ১২টায় উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের হরিদ্রাখালী গ্রামে এ ঘটনা ঘটে।
দণ্ডপ্রাপ্ত সোহাগ খান ওই গ্রামের মৃত হারুন খানের ছেলে। জানা গেছে, ছোটবাইশদিয়া ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য প্রার্থী মো. কামাল পাশাকে (ফুটবল মার্কা) তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো. শুকুর খলিফার (মোরগ মার্কা) সমর্থক সোহাগ খান শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং পেশিশক্তি ব্যবহার করে নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করে। এমন খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তানভীর হোসেন ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযুক্ত সোহাগকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. মনিরুজ্জামান সোহাগ হাওলাদার বলেন, সোহাগ খান নামে একজনকে মোবাইল কোর্টের মাধ্যমে সাত দিনের জেল দেওয়া হয়। তিনি মূলত ফুটবল প্রার্থী কামাল পাশাকে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগে হেনস্তা ও লাঞ্ছিত করে। পরে রাত সাড়ে ১২টায় রিটার্নিং অফিসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ওসি ঘটনাস্থলে পৌঁছে এ দণ্ড প্রদান করা হয়।


এসডি/এমআর

বাংলাদেশ সময়: ২১:০৯:২৬ ● ১৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ