নাজিরপুরে দু’মাদক ব্যবসায়ির কারাদন্ড

প্রথম পাতা » পিরোজপুর » নাজিরপুরে দু’মাদক ব্যবসায়ির কারাদন্ড
বুধবার ● ২০ অক্টোবর ২০২১


নাজিরপুরে দু’ই মাদক ব্যবসায়ির কারাদন্ড

নাজিরপুর(পিরোজপুর)সাগরকন্যা প্রতিনিধি॥

পিরোজপুরের নাজিরপুরে প্রবীর তালুকদার (২৬), সজল বাগচী (৩২) নামে দুই মাদক ব্যবসায়ীকে ছয় মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মাদক ব্যবসায়ী প্রবীর তালুকদার উপজেলার গোবর্দ্ধন গ্রামের প্রফুল্ল তালুকদারের ছেলে এবং সজল বাগচী জেলার নেছারাবাদ উপজেলার খেজুরবাড়ী গ্রামের নির্মল বাগচীর ছেলে।
মঙ্গলবার(১৯অক্টোবর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলা মৎস্য অধিদপ্তরের মা ইলিশ রক্ষায় অভিযান চলাকালীন নাজিরপুর উপজেলার বেলুয়া নদীতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় মৎস্য অধিদপ্তরের সহায়তায় তাদের আটক করে থানা পুলিশ। পরে রাত সাড়ে ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ওবায়দুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এ বিষয়ে নাজিরপুর থানার এসআই মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার রাতে উপজেলা মৎস্য অধিদপ্তরের সহায়তায় বেলুয়া নদীতে গাঁজা ক্রয় বিক্রয় করার সময় আমরা তাদের হাতে নাতে আটক করি। পরে তাদের রাত ১০ টার দিকে ভ্রাম্যামাণ আদালতে উপস্থিত করলে আদালতের বিচারক  প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

এএএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:৫১:০৭ ● ২২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ