কলাপাড়া পৌরশহরে চার কি.মি. সড়কের বেহাল দশা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়া পৌরশহরে চার কি.মি. সড়কের বেহাল দশা
বুধবার ● ১৪ জুলাই ২০২১


কলাপাড়া পৌরশহরে চার কি.মি. সড়কের বেহাল দশা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

কলাপাড়া পৌরসভার অন্তত চার কিলোমিটার সড়কের বেহাল দশা। সিলকোট ভেঙ্গে খানা-খন্দে যানবাহন চলাচলে ভোগান্তি চরমে। মানুষের দূর্ভোগ ক্রমশ বাড়ছে। যাত্রীবাহী রিক্সা, অটোসহ বিভিন্ন যানবাহন দূর্ঘটনার কবলে পতিত হচ্ছে। নাগরিক ভোগান্তি লাঘবে পৌর কর্তৃপক্ষ কিছু কিছু সড়ক মেরামত করে আসছে। তবে এখনও অন্তত চার কিমি সড়কের বেহাল দশা।
শহরের প্রধান সদর সড়কসহ, উপজেলা সড়ক, রহতপুর সড়ক, থানার সামনের সড়ক, হাই স্কুলের পেছনের সড়ক, রাডারের পিছনের সড়কসহ কয়েকটি সড়কের এখন বেহালদশা। ফলে যানবাহন নিয়ে চলাচলে মানুষ দুর্ভোগে পড়ছেন। সিলকোট পাকা এই সড়কের সিলকোট উঠে অসংখ্য গর্ত হয়ে গেছে। সড়কগুলো মেরামতে পৌরবাসী পৌরকর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। বৃষ্টির পানি জমে এই সড়কগুলোর বেশি ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগীদের মন্তব্য। পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার জানান, অধিকাংশ সড়ক মেরামত করা হয়েছে। এখন সিসির বদলে আরসিসি করা হচ্ছে। এই ছয় মাসে ১০-১২ কিলোমিটার সড়ক আরসিসি করা হয়েছে বলেও তিনি জানান। আশ^স্থ করেন ভাঙ্গা সকল সড়ক দ্রুত আরসিসিকরনসহ মেরামত করা হবে।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২১:৫৬:৩৫ ● ৮৬১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ