আমতলীতে ছয় জেলের দণ্ড

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে ছয় জেলের দণ্ড
শনিবার ● ১৯ জানুয়ারী ২০১৯


প্রতীকী ছবি

আমতলী সাগরকন্যা প্রতিনিধি॥
আমতলী ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার ছয় জেলেকে কারাদণ্ড ও অর্থ দণ্ড দিয়েছেন। শনিবার সকালে চুনাখালী বাজারে জাটকা বিক্রির অপরাধে এ দণ্ড দেন।
জানা গেছে, জাটকা নিধন প্রতিরোধে র‌্যাব-৮ এর সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে আমতলী উপজেলার চুনাখালী বাজারে অভিযান চালায়। এ সময় নজরুল, জসিম, ফরহাদ হোসেন, সুশান্ত, জাকির হোসেন ও শামীমকে ২৫০ কেজি জাটকা ইলিশসহ গ্রেফতার করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার নজরুলকে ২০ দিন, জসিমকে ৮ দিন ও ফরহাদকে ১০ দিন কারাদণ্ড এবং সুশান্ত, জাকির হোসেন ও শামীম প্রত্যেককে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড করেছেন। জব্দকৃত মাছ এতিমখানায় বিতরন করা হয়। এদের বাড়ী আমতলী ও গলাচিপা উপজেলার বিভিন্ন গ্রামে।
আমতলী ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার বলেন, তিনজনকে কারাদণ্ড এবং তিন জনকে অর্থদণ্ড দেয়া হয়েছে।

এইচএকে/এনইউবি

বাংলাদেশ সময়: ১৪:০৩:০৯ ● ৫২৮ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ