এবার সিবিএ সভাপতি দখলে থাকা পাজেরো উদ্ধার

প্রথম পাতা » সর্বশেষ » এবার সিবিএ সভাপতি দখলে থাকা পাজেরো উদ্ধার
মঙ্গলবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৯


পাজেরো উদ্ধার
ঢাকা সাগরকন্যা অফিস ॥
এবার বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সিবিএ সভাপতির দখলে থাকা সাদা পাজেরো গাড়ি উদ্ধার হলো। দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহায়তায় পিডিবি নিজেই গাড়ি উদ্ধার করে দুদককে দেখাতে নিয়ে আসে। ২০০৯ সাল থেকে গাড়িটি সিবিএ সভাপতি, সাবেক সহকারী হিসাবরক জহিরুল ইসলাম চৌধুরীর হস্তগত ছিলো। এর আগে গত সোমবার পিডিবির সাধারণ সম্পাদক ও তৃতীয় শ্রেণির অবসরপ্রাপ্ত কর্চামচারী আলাউদ্দীন মিয়ার কাছ থেকে আরো একটি পাজেরো গাড়ি উদ্ধার করে দুদক। অবসরে গিয়ে এবং গাড়ি প্রাপ্য না হয়েও কিভাবে তারা গাড়ি পেলেন, কে তাদের বরাদ্দ দিলো, রাষ্ট্রের সম্পদ কিভাবে নষ্ট হলো, তা উদ্ধার এবং তাদের অবৈধ সম্পদের বিষয়ে খোঁজ নিতে কাজ করছে দুদক। দুদক মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরীর নির্দেশে ও দুদকের হস্তেেপ মঙ্গলবার দুপুরে পিডিবি কর্তৃপ সাদা রঙের পাজেরো জিপ (সিলেট-ঘ ০২-০০৩৩) দুদক প্রধান কার্যালয়ের সামনে উপস্থাপন করে।

এ সময় দুদক মহাপরিচালক গাড়িটি পরিদর্শন করেন। গাড়িতে ফ্যাগ স্ট্যান্ড ব্যবহার করা হচ্ছিলো। চালকের উপস্থাপিত তথ্যে জানা যায়, ২০০৯ সাল থেকে গাড়িটি সিবিএ সভাপতি, সাবেক সহকারী হিসাবরক জহিরুল ইসলাম চৌধুরীর হস্তগত ছিল এবং দৈনিক ১৫ লিটার জ¦ালানি তেল হিসেবে মাসিক ২৯ হাজার ২৫০ টাকা গাড়িটির পেছনে খরচ হয়েছে। গত ১০ বছরে জ¦ালানি বাবদ গাড়িটিতে খরচ হয়েছে ৩৫ লাখ ১০ হাজার টাকা। এছাড়াও গাড়িচালকের বেতন ও ওভারটাইম বাবদ প্রায় ৪০ লাখ টাকা এবং মেরামত ও আনুষঙ্গিক খরচ মিলিয়ে গত ১০ বছরে প্রায় ১ কোটি টাকা গাড়িটির জন্য ব্যয় করা হয়েছে। এ নিয়ে গত দুই দিনে দুদকের হস্তেেপ পিডিবির দুটি মূল্যবান গাড়ি সিবিএর অবৈধ দখল থেকে উদ্ধার করা হলো বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক প্রণব ভট্টাচার্য্য।

এ ব্যাপারে দুদকের এনফোর্সমেন্ট ইউনিটের প্রধান, মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী সাংবাদিকদের বলেন, এ ঘটনা অবশ্যই সরকারি আর্থিক তি সাধন, যা দুদক আইনে অপরাধ। শিগগিরই দুদক এ বিষয়ে অনুসন্ধান শুরু করে আইনানুগ ব্যবস্থা নেবে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৪৯:১২ ● ৪২৫ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ