বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচারের পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ

প্রথম পাতা » লিড নিউজ » বঙ্গবন্ধুকে নিয়ে অপপ্রচারের পাকিস্তানের হাইকমিশনারকে তলব করে প্রতিবাদ
মঙ্গলবার ● ১২ ফেব্রুয়ারী ২০১৯


পাকিস্তানের হাইকমিশনার
ঢাকা সাগরকন্যা অফিস ॥
বাংলাদেশ ও বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় নিযুক্ত পাকিস্তানের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকারকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার শাহ ফয়সাল কাকারকে তলব করে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, পাকিস্তানের একটি সরকারি প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বাংলাদেশ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপত্তিকর তথ্য প্রচার করেছে দেশটি। বিষয়টি নজরে আসায় মঙ্গলবার ঢাকার পাকিস্তান হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনার শাহ ফয়সাল কাকতারকে তলব করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের দণি এশিয়া অনুবিভাগের মহাপরিচালক তারিক মোহাম্মদ তাকে তলব করেন। এ সময় বাংলাদেশের প থেকে একটি প্রতিবাদপত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে।

এফএন/কেএস

বাংলাদেশ সময়: ১৬:৫৮:০৮ ● ৫০০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ