কলাপাড়ায় ৬ফার্মেসীতে জরিমানা

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ায় ৬ফার্মেসীতে জরিমানা
রবিবার ● ২২ নভেম্বর ২০২০


কলাপাড়ায় ৬ফার্মেসীতে জরিমানা

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

পটুয়াখালীর কলাপাড়ায় মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ৩টি ফার্মেসীকে সিলগালাসহ ৬ ফার্মেসীকে অর্ধলক্ষাধিক টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২২ নভেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহরে ঔষধ প্রশাসন ও কলাপাড়া উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে এ দন্ড প্রদান করা হয়।
অভিযানে ফার্মেসীর ড্রাগ লাইসেন্স না থাকা এবং মেয়াদ উর্ত্তীন ঔষধ রাখার দায়ে ৬ ফার্মেসী মালিককে ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মোবাইল কোর্ট চলাকালীন সময়ে দোকান বন্ধ করে পালানোর দায়ে ফারুক মেডিকেল হল. মুক্তা মেডিকেল হল এবং হাজেরা মেডিকেল হল সিলগালা করে দেয়া হয়। এছাড়াও এসময় মেয়াদ উর্ত্তীন প্রায় ৫০ হাজার টাকার ঔষধ ধ্বংস করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকালীন সময়ে উপস্থিত ছিলেন মহাখালী ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপ-পরিচালক ড. আকিব হোসেন ও ঔষধ প্রশাসন পটুয়াখালী সহকারী পরিচালক মুহিদ ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা।

জেআর/এমআর

বাংলাদেশ সময়: ১৬:৫০:৪৩ ● ৩৪৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ