আমতলীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

প্রথম পাতা » বরগুনা » আমতলীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড
বুধবার ● ১১ নভেম্বর ২০২০


আমতলীতে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদন্ড

আমতলী (বরগুনা) সাগরকন্যা প্রতিনিধি॥

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যার-৮ এর যৌথ অভিযানে অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি ও পন্যের মোড়কে সঠিক দাম উল্ল্যেখ না থাকার অপরাধে বরগুনার আমতলী পৌর শহরের মোল্লা সুপার সপের মালিক মোঃ আনিসুর রহমান মোল্লাকে ৬০ হাজার এবং ওজনে কারচুপির অপরাধে ফোরকানের মুরগীর দোকানে ৩ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) দুপুরে এ অর্থদন্ডের আদেশ দেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক  ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম।
জানাগেছে, আমতলী পৌর শহরের ইউএনও অফিসের সামনে ২০১৮ সালে মোঃ আনিসুর রহমান মোল্লা নিজের নামে মোল্লা সুপার সপ নামে একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। ওই প্রতিষ্ঠানে তিনি নিত্য প্রয়োজনীয় মালামাল একদরে বিক্রি করেন। ক্রেতাদের অভিযোগ সুপার সপের মালিক শুরুতেই অতিরিক্ত মুল্যে নিত্য প্রয়োজনীয় পন্য বিক্রি করে আসছেন। এ নিয়ে ক্রেতাদের মধ্যে বিভিন্ন সময়ে বাকবিতন্ড হয়। কিন্তু তিনি অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি বন্ধ করেনি। বুধবার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‌্যাব-৮  মোল্লা সুপার সপে যৌথ অভিযান চালায়। এ সময় তারা ওই দোকানে অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি ও পন্যের মোড়কে সঠিক দাম উল্লেখ না থাকার অপরাধে ৬০ হাজার টাকা এবং ওজনে কম দেওয়ার অপরাধে মাছ বাজারে মুরগীর দোকানের মালিক ফোরকান মিয়াকে ৩ হাজার টাকা অর্থদন্ড করেন। বরগুনা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ভ্রাম্যমান আদালতের বিচারক মোহাম্মদ সেলিম ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭/৪৭ ধারা মোতাবেক এ অর্থদন্ডের আদেশ দেন। এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী র‌্যাব-৮’র ডিএডি মোঃ মোফাচ্ছেল হোসেন, উপজেলা স্যানেটারী পরিদর্শক মোসাঃ সাবেরা পারভীন ও পৌরসভার স্যানেটারী পরিদর্শক মোঃ কবির হোসেন প্রমুখ।

এমএইচকে/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৪১:২৬ ● ৩১৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ