ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বিদ্যার দেবি স্বরসতী বন্দনা

প্রথম পাতা » ঝালকাঠী » ঝালকাঠিতে শিক্ষা প্রতিষ্ঠানে নানা আয়োজনে বিদ্যার দেবি স্বরসতী বন্দনা
রবিবার ● ১০ ফেব্রুয়ারী ২০১৯


বিদ্যার দেবি স্বরসতী বন্দনা
সাগরকন্যা ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠিতে নানা আয়োজনে বিদ্যার দেবি স্বরসতী পূজা অনুষ্ঠিত হয়েছে। বিদ্যাদেবীকে তুষ্ট করে জ্ঞান লাভের আশায় জেলা শহরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলে পূজার্চনাসহ বর্নাঢ্য আয়োজন।
হিন্দুদের বিশ্বাস অনুযায়ি দেবি স্বরসতী বিদ্যা, জ্ঞান ও চারুকলার দেবী। তার আর্শিবাদে মাবনজাতি এসব অর্জন করে। আর নিয়মিত চর্চায় তা আরও প্রগাঢ় হয়। তাই প্রতি বছর মাঘ মাসের শুকাপক্ষের পঞ্চমী  তিথিতে দেবির বরলাভের আশায় পূজা অনুষ্ঠিত হয়। বিদ্যার্থীদের উপবাস থেকে ফুল জল আর নানা নৈবেদ্য সাজিয়ে দেবিকে অর্ঘ নিবেদন করে। জেলা শহর ছাড়াও ঝালকাঠির বিভিন্ন উপজেলাগুলোতে শিক্ষাপ্রতিষ্ঠানে দেবি বন্দনায় স্বরসতী পূজার আয়োজন করা হয়েছে। সন্ধ্যায় প্রসাদ বিতরণ, আলোকসয্যা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে।

এমকেআই/কেএস

বাংলাদেশ সময়: ১৬:০১:১২ ● ৪৪০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ