হিজলায় ২লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

প্রথম পাতা » ব্রেকিং নিউজ » হিজলায় ২লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট
শনিবার ● ২৫ জুলাই ২০২০


হিজলায় ২লাখ মিটার কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

নদী ও সাগরে কোস্টগার্ড অভিযান চালিয়ে ২লাখ মিটার অবৈধ কারেন্টজাল জব্দ  করে আগুনে পুুড়িয়ে ফেলা হয়েছে।
শনিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৫টায় থেকে দুপুর দেড়টা পর্যন্ত কোস্টগার্ড স্টেশন কমান্ডার এম আলমগীর হোসেন এর নের্তৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। বাওশিয়া, হিজলা, ধুলাখোলা, বয়েশপট্রি, ৭, ৯ ও ১০নং আলমপুর অবাকল, ডেব্বা, চরকেল্লা, লাচুকাঠি,কলাগাও,চরমন্দাই,গঙ্গাপুর, আবুপুর, হরিনাথপুর, মৌলভিরহাট, চর-দুরগাপুর, থানারতাট কাইসমা ইত্যাদি এলাকা অভিযান চালিয়ে নদীতে অবৈধ জাল পালিয়ে মাছ মারার অপরাধে এসব এলাকায় থেকে প্রায় ২লাখ মিটার কারেন্ট জাল আটক করে। যার মূল্য প্রায় ৭০লাখ টাকা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা  বকুল চন্দ্র কবিরাজ এবং মৎস্য কর্মকর্তা অনীল কুমারের নির্দেশে জনসম্মুখে আগুনে পুড়িয়ে দেয়া হয়। স্থানীরা বলেন, এই কোস্টগার্ড স্টেশন কমান্ডার মো.আলমগীর হোসেন পারভেজের মত দক্ষ অফিসার সব জায়গা থাকলে দুর্নীতি অনিয়ম অনেকটা কমিয়ে যেত। তিনি সারাক্ষণ নিজেকে সরকারের একজন কর্মচারী হিসাবে সারাক্ষণ নদীতে অবৈধ জানবাহন,অবৈধ জাল আটকসহ মানুষের সেবা প্রদান করে থাকেন।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৭:০২:০৭ ● ৫৬৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ