কলাপাড়ার চারিপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক কে?

প্রথম পাতা » পটুয়াখালী » কলাপাড়ার চারিপাড়া প্রাইমারী স্কুলের প্রধান শিক্ষক কে?
বৃহস্পতিবার ● ২৫ জুন ২০২০


এটি একটি প্রতীকী ছবি।

কলাপাড়া সাগরকন্যা অফিস॥
কলাপাড়ায় রাবনাবাদ পাড়ের চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সেখানকার অভিভাবকদের কাছে। প্রাথমিক শিক্ষা বরিশাল বিভাগীয় উপপরিচালকের কার্যালয়ের ২৫ মার্চ স্মারক নম্বর ৮৪১ মোতাবেক চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমানকে একই ইউনিয়নের সৈয়দ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে বদলী করা হয়। একইভাবে সৈয়দ গাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবাহানকে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলী করা হয়। আদেশ অনুসারে আব্দুস সোবাহান ৪ জুন চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। যা কলাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) গ্রহণ করেন। যথারীতি কার্যক্রম চালিয়ে আসছিলেন। কিন্তু সমস্যা দেখা দেয় চারিপাড়ার বদলী হওয়া প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান স্বেচ্ছায় মিউচুয়াল (পারস্পরিক) বদলী হওয়ার পরে সৈয়দ গাজী বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি তাকে যোগদানে অনিহা প্রকাশ করেন। বিষয়টি নিয়ে এখন চারিপাড়ায় তোলপাড় চলছে। কারন ওই বিদ্যালয়ে তাইলে এখন প্রধান শিক্ষক কতজন। আর মোস্তাফিজুর রহমান তো অফিসিয়ালভাবে ওই বিদ্যালয়ের শিক্ষক নন। আর উপ-পরিচালকের আদেশবলে বদলী হওয়ার আদেশ কীভাবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্থগিত কিংবা প্রত্যাহারের ক্ষমতা রাখেন কি না তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। করোনাকালীন স্কুলে পাঠদান বন্ধ থাকলেও প্রশাসনিক কর্মকান্ড চালু রয়েছে। বর্তমানে বিদ্যালয়টির জন্য নিয়মিত রক্ষণাবেক্ষণ ছাড়াও আমফানে ক্ষতির কারণে বিদ্যালয় মেরামত ও সংরক্ষণে যে বরাদ্দ রয়েছে তা খরচ করতে বিধি মোতাবেক যোগদানকৃত প্রধান শিক্ষক আব্দুস সোবাহান কিংবা অপর শিক্ষকগণ দায়িত্বে থাকার কথা। কিন্তু রহস্যজনকভাবে বদলী হওয়া প্রধান শিক্ষককে দিয়ে ওই টাকা ব্যয় দেখানোর পায়তারা চলছে বলেও জনশ্রুতি রয়েছে। উপজেলা শিক্ষা অফিসার (অঃদাঃ) আবুল বাসার জানান, মোস্তাফিজুর রহমান এবং আব্দুস সোবাহান পারস্পরিক বদলী হয়েছেন। কিন্তু মোস্তাফিজুর রহমানকে সৈয়দ গাজী বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা যোগদান করতে না দেয়ায় পূর্বের বদলীর আদেশ স্থগিত করা হয়েছে। কিন্তু বিভাগীয় উপপরিচালকের আদেশ স্থগিত কিংবা বাতিলের ক্ষমতা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সুযোগ রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। বরিশাল বিভাগীয় উপপরিচালক এসএম ফারুক জানান, ইতোপূর্বে দেয়া স্ব স্ব শিক্ষকের বদলীর আদেশ তার কার্যালয় থেকে রদবদল না করা কিংবা নতুন কোন নির্দেশনা না দেয়া পর্যন্ত উপজেলা শিক্ষা অফিসের রদবদল কিংবা স্থগিতের সুযোগ নেই। সদ্য যোগদান করা আবুদস সোবাহান বর্তমানে চারিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে থাকবেন।

এমইউএম/এনবি

বাংলাদেশ সময়: ১৬:০০:৫২ ● ৪৬৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ