চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে আশা’র কর্মশালা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে আশা’র কর্মশালা
মঙ্গলবার ● ২৫ ফেব্রুয়ারী ২০২০


চরফ্যাশনে প্রাথমিক শিক্ষা শক্তিশালী করণে আশা’র কর্মশালা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

আশা ভোলা(লালমোহান-চরফ্যাশন) কর্তৃক আয়োজিত আশা-প্রাথমিক শিক্ষা শক্তিশালীকরন কর্মসূচীতে কর্মরত শিক্ষা সেবিকাদের নিয়ে কর্মশালা ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন সভা কক্ষে সকল ৯টায় থেকে বিকেল ৩টায় পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আশা ঢাকা প্রোগাম অফিসার সুমন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.রুহুল আমিন বক্তৃতা করেন। ওই সময় বিশেষ অতিথি হিসাবে প্রাথমিক শিক্ষা অফিসার তৃষিত কুমার চৌধুরী, চরফ্যাশন থানা পুলিশ পরিদর্শক(এসআই) নাজমুল ইসলামসহ ভোলা ও বরিশাল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগন, যুগান্তর  দক্ষিণ প্রতিনিধি আমির হোসেন, কালের কণ্ঠ প্রতিনিধি কামরুল সিকদারসহ শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন।
আশার কর্মকর্তারা বলেন, প্রাথমিক পর্যায়ে অধ্যায়নরত নিম্মবিত্ত ও সুবিধা বঞ্চিত পরিবারের শিক্ষার্থীদের পড়া-লেখায় সহযোগিতা করা ঝড়ে পড়া হ্রাস করাই আমাদের মূল লক্ষ্য।

এএইএ/এমআর

বাংলাদেশ সময়: ১৮:৫০:১১ ● ২৯০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ