চরফ্যাশনে দু’ ইউপিতে শতস্ফুর্ত ভোট গ্রহণ সম্পন্ন

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে দু’ ইউপিতে শতস্ফুর্ত ভোট গ্রহণ সম্পন্ন
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯


চরফ্যাশনে দু’ ইউপিতে শতস্ফুর্ত ভোট গ্রহণ সম্পন্ন

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নুরাবাদ ও আহম্মদপুর ইউনিয়ন নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল নয়টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল পাঁচটা পর্যন্ত চলছে।
সোমবার (৩০ ডিসেম্বর) নুরাবাদ ১ ২ ও ৩নং ভোটকেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছেন।
সকাল ৯টা থেকে ভোট কেন্দ্র গুলোতে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে সকাল ১০টার পর পুরুষ ভোটারদের উপস্থিতিও বেড়ে যায়। ভোট গ্রহণের শুরু থেকে সকাল ৯-বিকাল ৫টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন জানান, সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে দুইটি ইউনিয়নে চার স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর মধ্যে পুলিশ ৪’শ জন, র‌্যাব ৪০ জন, বিজিবি দুই প্লাটুন, আনসার সদস্য ৩৮০জন। নির্বাহী ম্যাজিস্ট্রেট ১২জন ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ২জন নিয়োজিত রয়েছে বলেও জানান এ নির্বাহী কর্মকর্তা। নির্বাচনী সহিংসতা এড়াতে মাঠে পুলিশের মোবাইল টিম ও ভ্রাম্যমাণ আদালত কাজ করছে বলেও জানান তিনি। নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ভোটার আবদুল খালেক মিঝি বলেন, ভোট অবাধ ও সুষ্ঠু হয়েছে। কোন বিশৃংখলা হয়নি।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪৮:৪১ ● ৪১১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ