কলাপাড়ায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত

প্রথম পাতা » বিবিধ » কলাপাড়ায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০১৯


কলাপাড়ায় দূর্যোগ মহড়া অনুষ্ঠিত

কলাপাড়া (পটুয়াখালী) সাগরকন্যা অফিস॥

দূর্যোগে সচেতনতার অংশ হিসেবে কলাপাড়ার সাগর তীরবর্তী লতাচাপলী ইউনিয়নের নয়া মিশ্রিপাড়া গ্রামে দূর্যোগ কালীন মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি উন্নয়ন সংস্থা ফ্রেন্ডশীপ এরসিআইডিআরআর নর্থ-সাউথ প্রকল্পের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) বিকালে মহড়ার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান। ফ্রেন্ডশীপ বহুমুখি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র চত্বরে উপজেলা ঘূর্নিঝড় প্রস্তুতি কর্মসূচির সহকারী পরিচালক আসাদুজ্জামান খানের পরিচালানায় মাঠ মহড়ায় সিপিপি’র স্বেচ্ছাসেবকরা অংশ গ্রহন করেন। ঘন্টা ব্যাপী মাঠ মহড়ায় দূর্যোগ পূর্ব, দূর্যোগ কালীন এবং দূর্যোগ পরবর্তী সময়ে সম্পদ-জীবন ও প্রকৃতি রক্ষায় করনীয় বিষয় তুলে ধরা হয়। হাজারো উপকূলবাসীসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত থেকে দূর্যোগ মাঠমহড়া প্রত্যক্ষ করেন।
ভৌগলিক অবস্থানের কারনে প্রতি বছর সাগর থেকে ধেয়ে আসা দূর্যোগ উপকূলীয় এই জনপদে আঘাত হানা বিষয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ সিসিএ এ্যান্ড ডিআর প্রকল্পের টিম লীডার বদিউজ্জামান ও প্রজেক্ট ইনচার্জ মো. তৌহিদুর রহমান প্রমূখ।

এমইউএম/এমআর

বাংলাদেশ সময়: ২০:৩৩:৩০ ● ৪৬৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ