চরফ্যাশনে জেএসপি পরীক্ষার্থীদের সংবর্ধনা

প্রথম পাতা » ভোলা » চরফ্যাশনে জেএসপি পরীক্ষার্থীদের সংবর্ধনা
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯


চরফ্যাশনে জেএসপি পরীক্ষার্থীদের সংবর্ধনা

চরফ্যাশন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

চরফ্যাশন উপজেলার নুরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহম্পতিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় বিদ্যালয় মিলনায়তে প্রধান শিক্ষক আমির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, নুরাবাদ আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহাবুদ্দিন মাষ্টার, বিশেষ অতিথি ছিলেন, ইউপির সদস্য মো. হোসেন মিয়া, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আবদুল খালেক মিঝি, পশ্চিম নুরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল প্রধান শিক্ষক কামাল হোসেন, নুরাবাদ ইউনিয়ন ছাত্রলীগের সম্পাদক এম আর কে সুমন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মিজান হাওলাদার।
অনুষ্ঠানে দোয়া মুনাজান পরিচালনা করেন আবু সালেহ মো. হানিফ। অনুষ্ঠানে স্থানীয় অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। তবারক বিতরণ করে অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা করা হয়। অনুষ্ঠান সার্বিক পরিচালনায় ছিলেন, শাহানাজ বেগম ও আবদুল্লাহ আল নোমান।

এএইচ/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২২:২৯ ● ৫২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ