বানারীপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাঝে শ্মশান দ্বীপাবলি উৎসব

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মাঝে শ্মশান দ্বীপাবলি উৎসব
সোমবার ● ২৮ অক্টোবর ২০১৯


---

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥
বানারীপাড়ায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে স্বনাতন ধর্মাবলম্বীদের শ্মশান দ্বীপাবলি উৎসব ও ১০ হাত কালি পূজা অনুষ্ঠিত হয়েছে। রোববার রাতে পৌর শহরের লঞ্চঘাট সংলগ্ন শ্মশান খোলায় দ্বীপাবলি উৎসব ও সাস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম। এ সময় বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা, সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, অ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন, উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি দেবাশিষ দাস ও পৌর আওয়ামী লীগের সভাপতি সুব্রত লাল কুন্ডু। পরে এমপি শাহে আলম উপজেলার দত্তপাড়া কালি মন্দির পরিদর্শন করেন। সেখানে প্রতিবছরের ন্যায় এবারেও ১০ হাত লম্বা কালিপূজা অনুষ্ঠিত হয়েছে বলে আয়োজক কমিটির সভাপতি জয়দেব বিশ্বাস জানায়।

বাংলাদেশ সময়: ৯:১২:৪১ ● ৪২৬ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ