বানারীপাড়ায় পরিক্ষীত নেতাদের দিয়ে আ’লীগের কমিটি গঠনের আহবান

প্রথম পাতা » বরিশাল » বানারীপাড়ায় পরিক্ষীত নেতাদের দিয়ে আ’লীগের কমিটি গঠনের আহবান
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯


বানারীপাড়ায় পরিক্ষীত নেতাদের দিয়ে আ’লীগের কমিটি গঠনের আহবান

বানারীপাড়া (বরিশাল) সাগরকন্যা প্রতিনিধি॥

যাদের ধমনিতে আওয়ামী লীগের প্রতিদ্বনী ও নীতি আদর্শ জড়িয়ে রয়েছে, সেই সকল স্বচ্ছ ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের দিয়ে বানারীপাড়া উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন আওয়ামী লীগসহ ৭২টি ওয়ার্ডের পূর্নাঙ্গ কমিটি গঠন করার আহবান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন বাস্তবায়নের লক্ষে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় বক্তৃতাকালে আওয়ামী লীগ দলীয় নেতৃবৃন্দ এ আহবান জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় নেতৃবৃন্দ আরও বলেন, ৮ নভেম্বরের মধ্যে মেয়াদ উত্তীর্ণ বানারীপাড়ার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৮১টি ওয়ার্ড ও ৯ নভেম্বর থেকে ১৮ নভেম্বরের মধ্যে সকল ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের পূনাঙ্গ কমিটি গঠন করার পর ২০ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। এক্ষেত্রে তারা ওই কমিটি গঠনের সময় যাদের ধমনিতে ও রক্ত মাংসে আওয়ামী লীগের প্রতিদ্বনী এবং নীতি আদর্শ জড়িয়ে আছে, সেই সকল স্বচ্ছ ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের যোগ্যতা এবং অগ্রাধীকার ভিত্তীতে আ’লীগ দলীয় পদ দেয়ার জন্য সংশ্লীষ্ট দায়ীত্ব শীলদের প্রতি দাবী জানিয়েছেন। এ সময় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল-২ আসনের এমপি মো.শাহে আলম ও বিশেষ অতিথি যথাক্রমে জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম ফারুক, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম ইউসুফ আলী, অ্যাডভোকেট মাহামুদ হোসেন মাখন ও সম্পাদক অ্যাডভোকেট মাওলাদ হোসেন সানা। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খিজির সরদার, সাংগঠনিক সম্পাদক জিয়াউল হক মিন্টু, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শ্যামল চক্রবর্ত্তী, গোলাম মোস্তফা তালুকদার, ওমর ফারুক, হুমায়ুন কবির লুলু, সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, রফিকুল ইসলাম প্রমূখ।

জিএমআর/এমআর

বাংলাদেশ সময়: ২২:৩২:৫৮ ● ৪০৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ