তজুমদ্দিনে ২হাজার মিটার জাল আটক, ১শ’কেজি ইলিশ জব্দ

প্রথম পাতা » ভোলা » তজুমদ্দিনে ২হাজার মিটার জাল আটক, ১শ’কেজি ইলিশ জব্দ
বৃহস্পতিবার ● ২৪ অক্টোবর ২০১৯


তজুমদ্দিনে ২হাজার মিটার জাল আটক, ১শ’কেজি ইলিশ জব্দ

তজুমদ্দিন (ভোলা) সাগরকন্যা প্রতিনিধি॥

ভোলার তজুমদ্দিনের মেঘনায় উপজেলা মৎস্য অধিদপ্তর অভিযান চালিয়ে প্রায় একশত কেজি ইলিশ মাছসহ দুই হাজার মিটার জাল আটক করেছেন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে তজুমদ্দিনের মেঘনার বাগেরখাল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী মৎস্য কর্মকর্তা আমির হোসেন, এসআই হেদায়েতুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। আটককৃত মাছ এতিমখানায় বিতরণ করা হয় এবং জাল শশীগঞ্জ স্লুইজঘাটে আগুনে পুড়ে ধ্বংস করা হয়। সুত্র জানায়, জেলেরা মা ইলিশ শিকারের উদ্দেশ্যে নদীতে জাল ফেলে নৌকা নিয়ে দুরে আত্মগোপনে থাকায় তাদের আটক করা যায়নি।

আরএস/এমআর

বাংলাদেশ সময়: ২২:০৬:৩৫ ● ৩৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ