৯৯৯-এ ফোন পেয়ে রাবি ছাত্রীকে উদ্ধার

প্রথম পাতা » রাজশাহী » ৯৯৯-এ ফোন পেয়ে রাবি ছাত্রীকে উদ্ধার
বুধবার ● ২৫ সেপ্টেম্বর ২০১৯


৯৯৯-এ ফোন পেয়ে রাবি ছাত্রীকে উদ্ধার

রাজশাহী সাগরকন্যা প্রতিনিধি॥

যৌন হয়রানির মুখে জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ এ ফোন করায় ঘটনাস্থল থেকে পুলিশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্ধার করেছে।
মঙ্গলবার রাত ৩টার দিকে রাজশাহী মহানগরীর ধরমপুর এলাকার যোজক টাওয়ারে এ ঘটনায় অভিযুক্ত শ্যামল বণিক নামের যুবককে আটকও করেছে বলে জানিয়েছে পুলিশ। মতিহার থানার ওসি হাফিজুর রহমান বলেন, মঙ্গলবার যোজক টাওয়ারের তৃতীয়তলায় শ্যামল বণিকের বাসায় তার সন্তানকে পড়াতে যান ছাত্রীটি। আত্মীয়তার সূত্রে রাতে তিনি শ্যামলের বাসায় থেকে যান। রাত ৩টার দিকে শ্যামল ভুক্তভোগীর শ্লীলতাহানির চেষ্টা করছে বলে জাতীয় নিরাপত্তা সেবার ৯৯৯ নম্বরে ফোন দেন ওই ছাত্রী। পরে আমরা তাকে বাসা থেকে উদ্ধার করি।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. লুৎফর রহমান বলেন, আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে হাসপাতালে গিয়ে মেয়েটির সঙ্গে কথা বলেছি। ইংরেজি বিভাগের সভাপতি আব্দুল্লাহ আল মামুন জানান, তাকে পরীক্ষার জন্য হাসপাতালে রাখা হয়েছে। শ্যামলকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসার কথা উল্লেখ করে ওসি জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এফএন/এমআর

বাংলাদেশ সময়: ১৯:০৬:১০ ● ৪৩১ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ