সর্বশেষ

ফলোআপ– আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলো ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে

হোম পেজ » বরিশাল » ফলোআপ– আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলো ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে
বুধবার ● ২৮ জানুয়ারী ২০২৬


 

আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দিলো ইউপি চেয়ারম্যান ও তার ভাইকে

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু এবং তার ছোট ভাই সলিল গুহ পিন্টুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

 

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুবুর রহমান জানান, অভিযান ও গ্রেফতারের পর তাদের আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করে সেনাবাহিনী। এ ঘটনায় গৌরনদী থানার এসআই মিঠুন মিয়া বাদি হয়ে ইউপি চেয়ারম্যান ও তার ভাইসহ অজ্ঞাতনামা ৩-৪ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা দায়ের করেছেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে গৌরনদী সেনা ক্যাম্পের নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ পদাতিক ডিভিশনের আওতাধীন ৬ পদাতিক ব্রিগেডের ৬২ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের যৌথ আভিযানিক দল ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু ও তার ছোট ভাই সলিল গুহ পিন্টুকে তাদের বসতবাড়ি থেকে গ্রেফতার করে। অভিযানে বসতবাড়ি তল্লাশি চালিয়ে তিনটি ককটেল, ধারাল অস্ত্র, দেশি-বিদেশি মদ ও ৫৭টি চেকবই উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ২১:২৬:৪৮ ● ৩০ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ