সর্বশেষ
পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা): প্রচারণায় এগিয়ে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন দেশি-বিদেশি শক্তি নির্বাচন বানচাল করতে চায়: সংবাদ সম্মেলনে ভিপি নুর নিরাপত্তা নিয়ে শঙ্কায় নুর, স্বতন্ত্র প্রার্থীকে ঘিরে কড়া নজরদারির দাবি ডাকসু মাদকের আড্ডাখানা-বেশ্যাখানা বলা বরগুনার সেই জামায়াত নেতাকে অব্যাহতি মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারা ভিপি নুর ও স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচনী কার্যালয়ে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর, আহত ৩ বাড়ি বাড়ি গিয়ে বিকাশ নম্বর সংগ্রহ করে ভোট কেনার চেষ্টা করছে একটি দল: নয়ন কলাপাড়ায় তারেক রহমানসহ দুই যুবকের বিনাশ্রম কারাদণ্ড

মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারা

হোম পেজ » ঢাকা » মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারা
মঙ্গলবার ● ২৭ জানুয়ারী ২০২৬


 

মাদারীপুরে মসজিদের গাছ কেটে দোকান নির্মাণের পাঁয়তারার অভিযোগ

সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুর গ্রামের সৈয়দ বাড়ি জামে মসজিদ (নাজির বাড়ি) প্রাঙ্গণের গাছ কেটে দোকানঘর নির্মাণের পাঁয়তারার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় বইছে।

 

অভিযোগ অনুযায়ী, মসজিদের ক্যাশিয়ার মুজিবুর রহমান ও সহ-সভাপতি মোশারফ হোসেন কোনো ধরনের সভা বা অনুমোদন ছাড়াই দায়িত্বহীনতা ও ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১৬টি পরিণত গাছ কেটে ফেলেছেন। বিষয়টি মসজিদ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কেউই আগে জানতেন না বলে দাবি করা হয়েছে।

 

স্থানীয়দের ভাষ্য, পরিবেশ সংরক্ষণ ও মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য রোপণ করা এসব গাছ গোপনে নিধন শুধু অনৈতিকই নয়, বরং ধর্মীয় স্থাপনার পবিত্রতা রক্ষায় চরম অবহেলার শামিল। এলাকাবাসী এ ঘটনাকে পরিকল্পিত দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা হিসেবে আখ্যায়িত করেছেন।

 

মসজিদ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ তাওহীদুর রহমান জানান, তাদের অগোচরে কমিটির কিছু লোক মসজিদ সংলগ্ন শিশুদের মক্তবের জায়গা দখল করে দোকানঘর নির্মাণের উদ্যোগ নিয়েছে। অথচ মসজিদের অদূরেই গোপালপুর হাটে প্রায় দুই শতাধিক দোকান রয়েছে। তা সত্ত্বেও মসজিদের পবিত্রতা ও ধর্মীয় শিক্ষা কার্যক্রম পরিচালনার স্থানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহারের অপচেষ্টা করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক ও লজ্জাজনক।

 

মসজিদ কমিটির সভাপতি সৈয়দ তানভীর আহমেদ বলেন, তিনি ঢাকায় অবস্থান করায় গাছ কাটার বিষয়ে কিছুই জানতেন না। তার অজান্তেই এসব গাছ কাটা হয়েছে। তিনি আরও বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ব্যক্তিগত সম্পত্তি নয়- এটি সর্বসাধারণের আমানত। মসজিদের নামে ক্ষমতার অপব্যবহার করে গাছ নিধন কিংবা শিশুদের ধর্মীয় শিক্ষার স্থান দখল করে বাণিজ্যিক স্থাপনা নির্মাণের চেষ্টা সমাজের নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধের ওপর সরাসরি আঘাত। ভবিষ্যতে যাতে কেউ এমন দুঃসাহস দেখাতে না পারে, সে জন্য নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

 

এদিকে ঘটনাস্থলে গিয়ে গাছ কাটার সঙ্গে সরাসরি জড়িত কাউকে পাওয়া যায়নি।

 

এলাকাবাসী এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ, মসজিদের সম্পত্তি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন। একই সঙ্গে মসজিদ পরিচালনা কমিটিগুলোকে স্বচ্ছতা ও জবাবদিহির আওতায় আনার জন্য প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেছেন তারা।

বাংলাদেশ সময়: ১৩:১২:৩৬ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ