সর্বশেষ
বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও নির্বাচন বানচালের চেষ্টা চলছে: আলতাফ হোসেন চৌধুরী বিএনপি ক্ষমতায় এলে মহিপুর থানাকে উপজেলায় রূপান্তরের প্রতিশ্রুতি গোপালগঞ্জ-২ আসনে স্বতন্ত্র প্রার্থী কামরুজ্জামান ভুঁইয়ার প্রচার শুরু গৌরনদীতে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা আগৈলঝাড়ায় জেলে কার্ডধারীদের মাঝে বকনা বাছুর বিতরণ কারাবন্দী জাপা প্রার্থী টিপুর পক্ষে বরিশাল-৩ আসনে মেয়ের প্রচারণা সংসদ নির্বাচন-২০২৬ পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু দুদক অভিযানের ২৪ দিনের মাথায় গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে আগুন

সংসদ নির্বাচন-২০২৬ পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

হোম পেজ » পটুয়াখালী » সংসদ নির্বাচন-২০২৬ পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু
বৃহস্পতিবার ● ২২ জানুয়ারী ২০২৬


 

সংসদ নির্বাচন-২০২৬:  পটুয়াখালী-৪ আসনে প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালী-৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন। বৃহস্পতিবার বেলা এগারোটায় কলাপাড়া পৌর শহরে গণসংযোগের মাধ্যমে প্রচারণা শুরু করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও দলীয় মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।

 

একই সময়ে কলাপাড়া পৌর শহরে লিফলেট বিতরণের মাধ্যমে প্রচারণা শুরু করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রার্থী অধ্যাপক মোস্তাফিজুর রহমান। এছাড়া দুপুর একটায় কলাপাড়া প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে প্রচারণা শুরু করেন ১০ দলীয় ঐক্য জোটের মনোনীত দেয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী ডা. জহির উদ্দিন আহম্মেদ। তবে এখন পর্যন্ত এনসিপির মনোনীত প্রার্থী রবিউল ইসলামের প্রচারণা চোখে পড়েনি।

 

নির্বাচনী প্রচারণাকালে যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর রয়েছে ভ্রাম্যমাণ আদালতসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৭:১৮:২২ ● ৩৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ