পটুয়াখালী-১ আসনে মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী-১ আসনে মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


 

পটুয়াখালী-১ আসনে মির্জাগঞ্জে ১০ দলীয় জোট প্রার্থীর মতবিনিময় সভা

সাগরকন্যা প্রতিবেদক, মির্জাগঞ্জ (পটুয়াখালী)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-১ আসনের ১০ দলীয় জোট প্রার্থী (ঈগল প্রতীক) আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যান অধ্যাপক মেজর (অবঃ) ডা. ওহাব মিনার মির্জাগঞ্জ উপজেলার ১০ দলীয় জোটের দায়িত্বশীল নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

বুধবার (২১ জানুয়ারি) বিকাল ৫টায় মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোহাম্মদ সিরাজুল হক। উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মো. শাহজাহান মিয়ার সঞ্চালনায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যাপক আলমগীর হোসাইন, পটুয়াখালী পৌর জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল বাশার, পটুয়াখালী জেলা খেলাফত মজলিসের সহ-সেক্রেটারি মো. হারুন অর রশীদ, পটুয়াখালী জেলা ছাত্র শিবিরের এইচআরডি সম্পাদক মো. ইমরান হোসেন, জেলা ছাত্র শিবির সভাপতি মো. হোসাইন শরীফ এবং এবি পার্টির নেতা ইশরাত হোসেন স্বপন।

সভায় উপজেলা জামায়াতে ইসলামীর ছয়টি ইউনিয়নের আমির ও সেক্রেটারিসহ ১০ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০:২৬:০০ ● ২২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ