ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জের তিন আসনে প্রতীক বরাদ্দ

হোম পেজ » খুলনা » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জের তিন আসনে প্রতীক বরাদ্দ
বুধবার ● ২১ জানুয়ারী ২০২৬


 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: গোপালগঞ্জের তিন আসনে প্রতীক বরাদ্দ

সাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আরিফ উজ জামান আনুষ্ঠানিকভাবে এসব প্রতীক বরাদ্দ দেন।

 

গোপালগঞ্জ জেলার তিনটি আসনে মোট ২৭ জন দলীয় ও স্বতন্ত্র প্রার্থী প্রতীক পেয়েছেন। এর মধ্যে গোপালগঞ্জ-১ আসনে দলীয় ৪ জন ও স্বতন্ত্র ৪ জন, গোপালগঞ্জ-২ আসনে দলীয় ৭ জন ও স্বতন্ত্র ৪ জন এবং গোপালগঞ্জ-৩ আসনে দলীয় ৬ জন ও স্বতন্ত্র ২ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পাওয়ার পর প্রার্থীরা সাংবাদিকদের কাছে জনগণের সেবা ও নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অঙ্গীকার ব্যক্ত করেন।

 

এ সময় জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আরিফ উজ জামান জানান, একজন প্রার্থী হাইকোর্টের রায়ে বৈধতা পেলেও কাগজপত্রের অফিসিয়াল কার্যক্রম শেষ না হওয়ায় এখনো প্রতীক দেওয়া সম্ভব হয়নি। প্রক্রিয়া সম্পন্ন হলে তাকে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। এছাড়া আরও দুইজন প্রার্থীর কাগজপত্র হাইকোর্ট থেকে আসার প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট প্রার্থীরা জানিয়েছেন।

 

প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে তিনটি আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তাগণ, প্রার্থীগণ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫:২৬:৪৪ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ