গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত
মঙ্গলবার ● ২০ জানুয়ারী ২০২৬


 

গৌরনদীতে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদী উপজেলার মাহিলাড়া অনন্ত নারায়ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে একটি মিনি ট্রাকের ধাক্কায় সাইকেল চালানো এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির মিনি ট্রাকটি সাইকেল আরোহী ছাত্রটিকে ধাক্কা দিলে সে মারাত্মকভাবে আহত হয়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত স্কুলছাত্রটির অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ঘটনায় হাইওয়ে থানার পরিদর্শক জানান, ট্রাকের চালক সুমন আহমেদ আকাশ (৩৫)কে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নড়িয়া থানার লুঞ্চি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে।

বাংলাদেশ সময়: ১৮:০৮:১৮ ● ২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ