
সাগরকন্যা প্রতিবেদক, মাদারীপুর
সারাদেশে যখন এলপি গ্যাস সিলিন্ডারের তীব্র সংকট চলছে, তখন মাদারীপুরের কালকিনি উপজেলায় দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে এলপি গ্যাস বিক্রি করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব করছেন স্থানীয় এক ডিলার।
কালকিনি উপজেলার এলপি গ্যাস ডিলার মেসার্স আব্দুর রব এন্ড সন্স- এর উদ্যোগে সাধারণ ক্রেতাদের মাঝে মাত্র ১ হাজার ৩০০ টাকায় ১২ কেজি এলপি গ্যাস বিক্রি করা হচ্ছে। সংকটময় সময়ে এমন কম দামে গ্যাস পাওয়ায় উপকৃত ও সন্তোষ প্রকাশ করছেন স্থানীয় বাসিন্দারা।
গ্যাস কিনতে আসা একাধিক ক্রেতা জানান, আগে কখনো এমন কম দামে গ্যাস কেনার সুযোগ হয়নি। সংকটের মধ্যে এভাবে স্বল্পমূল্যে গ্যাস পেয়ে তারা অত্যন্ত খুশি এবং এ উদ্যোগের সঙ্গে জড়িতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এ বিষয়ে ডিলার প্রতিষ্ঠানের প্রতিনিধি সজল আহমেদ বলেন, মানবিক দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ যেন ভোগান্তিতে না পড়ে, সে জন্য দোকানে মজুদ না রেখে সরাসরি ক্রেতাদের কাছে গ্যাস বিক্রি করা হচ্ছে। তিনি আরও জানান, পবিত্র রমজান মাসেও এই কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
এলপি গ্যাসের তীব্র সংকটের মধ্যে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে সরাসরি গ্রাহকের কাছে গ্যাস বিক্রির এই উদ্যোগ স্থানীয়ভাবে প্রশংসিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, সজল আহমেদের মতো মানবিক মানসিকতা নিয়ে যদি দেশের অন্যান্য ডিলাররাও ব্যবসা পরিচালনা করতেন, তবে সাধারণ মানুষের ভোগান্তি অনেকটাই কমে যেত।