স্বরূপকাঠি পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার গ্রেপ্তার

হোম পেজ » পিরোজপুর » স্বরূপকাঠি পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার গ্রেপ্তার
সোমবার ● ১৯ জানুয়ারী ২০২৬


 

স্বরূপকাঠি পৌর যুবলীগ সভাপতি শিশির কর্মকার গ্রেপ্তার

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর) 

পিরোজপুরের নেছারাবাদে বিস্ফোরক আইনের একটি মামলায় স্বরূপকাঠি প্রেসক্লাবের সাবেক সভাপতি ও স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতি শিশির কর্মকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৯ জানুয়ারি) ভোরে নেছারাবাদ উপজেলার পানির হাটখোলা এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃত শিশির কর্মকার নেছারাবাদ উপজেলার জগৎপট্টি গ্রামের অনিমেষ কর্মকারের ছেলে। তিনি সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সাংবাদিকতা পেশায় সক্রিয় থাকায় তিনি স্বরূপকাঠি প্রেসক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। একই সঙ্গে যুবলীগের রাজনীতিতে যুক্ত থেকে স্বরূপকাঠি পৌর যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট ২০২৪ সালে শিশির কর্মকারসহ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের একাধিক নেতাকর্মীর বিরুদ্ধে নেছারাবাদ থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। সম্প্রতি এলাকায় ফিরে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে শিশির কর্মকারের ভাই রতন কর্মকার জানান, সোমবার সকালে পানির হাটখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি দাবি করেন, তার ভাই নির্দোষ এবং রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

 

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান বলেন, শিশির কর্মকারকে একটি বিস্ফোরক আইনের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে পিরোজপুর আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৮:৪০:১৮ ● ২৯ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ