
সাগরকন্যা প্রতিবেদক, চরফ্যাশন (ভোলা)
ভোলার চরফ্যাশন উপজেলার দুলারহাট বাজারে এক ব্যবসায়ীর কাছ থেকে প্রকাশ্যে পাঁচ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে একটি বেসরকারি প্রতিষ্ঠানের সেলস রিপ্রেজেন্টেটিভ (এসআর)-এর বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি অমৃত কোম্পানির এসআর রাজিব বলে জানা গেছে। ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় দুলারহাট বাজারে অবস্থিত মেসার্স রূপালী এন্টারপ্রাইজ-এর মালিক হাজী মোহাম্মদ সেলিমের দোকানে প্রবেশ করে এসআর রাজিব হুমকিসূচক ভাষায় পাঁচ লাখ টাকা দাবি করেন। ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘বিএনপি নেতাদের চাঁদা দিয়েছেন না, আবারও পাঁচ লাখ টাকা চাঁদা দিতে হবে।’ ভিডিও ছড়িয়ে পড়ার পর বাজারের ব্যবসায়ীসহ সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি ওঠে।
ভুক্তভোগী হাজী মোহাম্মদ সেলিম অভিযোগ করে বলেন, অমৃত কোম্পানির এসআর রাজিবের সঙ্গে তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে। অফারের আওতায় নেওয়া প্রায় আড়াই লাখ টাকার পণ্যের একটি অংশ ডেমেজ হওয়ায় হিসাব একসঙ্গে নিষ্পত্তির অনুরোধ করলে রাজিব রাজি হননি। পরে ১৫ জানুয়ারি সন্ধ্যায় দোকানে এসে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে টাকা না দিলে ব্যবসা বন্ধ করে দেওয়ার হুমকি দেন। তিনি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। পার্শ্ববর্তী ব্যবসায়ী মো. ফারুকসহ একাধিক ব্যবসায়ী বলেন, সন্ধ্যার পর বাজারে প্রকাশ্যে এমন চাঁদাদাবি ব্যবসা ও নিরাপত্তা- উভয়ের জন্যই হুমকি।
এ বিষয়ে অভিযুক্ত এসআর রাজিব বলেন, ‘চাঁদা শব্দটি মুখ দিয়ে ভুল করে বের হয়ে গেছে। এ জন্য আমি সবার কাছে ক্ষমা চাই।’ রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে দুলারহাট এলাকার বিএনপি নেতা ফিরোজ হাজী বলেন, ‘দুলারহাট বাজারে কোনো চাঁদাবাজের স্থান নেই। দলের নাম বা ক্ষমতা ব্যবহার করে কেউ চাঁদা দাবি করলে তাকে প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।’ দুলারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।