ঘন কুয়াশা ও হিম বাতাসে পটুয়াখালীতে জনজীবনে চরম ভোগান্তি

হোম পেজ » পটুয়াখালী » ঘন কুয়াশা ও হিম বাতাসে পটুয়াখালীতে জনজীবনে চরম ভোগান্তি
রবিবার ● ৪ জানুয়ারী ২০২৬


 

ঘন কুয়াশা ও হিম বাতাসে পটুয়াখালীতে জনজীবনে চরম ভোগান্তি

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

পটুয়াখালীর কুয়াকাটা-কলাপাড়ায় গত দুই দিনের তুলনায় তাপমাত্রা সামান্য বাড়লেও ঘন কুয়াশা ও উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বেড়েছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝরতে থাকা কুয়াশায় ভোর থেকে দুপুর পর্যন্ত সূর্যের দেখা মিলছে না। দিনের বেলাতেও যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে, ফলে সড়কে ঝুঁকি বাড়ছে।

খেপুপাড়া আবহাওয়া অফিস জানায়, রবিবার সকাল ৯টায় জেলার কলাপাড়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় কুয়াশার দৃষ্টিসীমা ছিল ৫০ মিটারের নিচে এবং বাতাসের আর্দ্রতা ছিল প্রায় ৯০ শতাংশ। ঘন কুয়াশা ও হিম বাতাসে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন যানবাহন চালক, শ্রমিক ও কৃষকেরা।

শীত নিবারণে অনেককে খড়কুটো জ্বালাতে দেখা গেছে। এদিকে হাসপাতালে শীতজনিত রোগীর সংখ্যাও বেড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

বাংলাদেশ সময়: ১০:৫৬:০৮ ● ২৭ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ