কলাপাড়ায় গোপন কমিটি ও ঘুষে নিয়োগ, বাতিলের দাবিতে মানববন্ধন

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় গোপন কমিটি ও ঘুষে নিয়োগ, বাতিলের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার ● ১৮ ডিসেম্বর ২০২৫


কলাপাড়ায় গোপন কমিটি ও ঘুষে নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় একটি মাদ্রাসায় গোপনে অ্যাডহক কমিটি গঠন এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে নিয়োগ বাণিজ্য করা হয়েছে—এমন অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলার বালিয়াতলী ইউনিয়নের ছোট বালিয়াতলী মুসুল্লীয়াবাদ আমিনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ইউসুফ আলম, অভিভাবক ইব্রাহিম তালুকদার, আবদুল আজিজ খান ও আবদুস সালাম। এ সময় মাদ্রাসা ও আশপাশের এলাকার শত শত মানুষ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করে বলেন, মাদ্রাসার সুপার মাওলানা ফয়েজ উল্লাহ অভিভাবকদের না জানিয়ে গোপনে একটি অ্যাডহক কমিটি গঠন করেন। পরে অবৈধভাবে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে শূন্যপদে নৈশপ্রহরী, আয়া ও পিয়ন পদে নিয়োগ দেওয়া হয়। তারা এসব নিয়োগ অবিলম্বে বাতিল এবং গঠিত অ্যাডহক কমিটি স্থগিতের দাবি জানান।
এ বিষয়ে মাদ্রাসার সুপারিনটেনডেন্ট মাওলানা আ ব ম ফয়েজ উল্লাহ বলেন, অ্যাডহক কমিটি গঠন ও মাদ্রাসার সব নিয়োগ সরকারি বিধি অনুযায়ী হয়েছে। এতে কোনো ধরনের অনিয়ম করা হয়নি। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।


এমবি/এমআর

বাংলাদেশ সময়: ১৪:২১:৩১ ● ৪২ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ