
সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)
বরিশালের বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব ওবায়দুল হকের পদ স্থগিতাদেশ বাতিল করে স্বপদে বহাল রাখায় উজ্জীবিত নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করেছে। দীর্ঘ এক বছর পর সদস্য সচিব পদ ফিরে পাওয়ায় মঙ্গলবার বিকেলে উপজেলা যুবদলের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করে নেয়। পরে উপজেলার বিভিন্ন এলাকায় তারা দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করে এবং যুবদলের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেয়।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ওবায়দুল হক বলেন, দায়িত্ব আরও বেড়ে গেল। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। তিনি নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন।
যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা জানান, ওবায়দুল হকের পদ ফিরিয়ে দেওয়ায় বাবুগঞ্জ উপজেলা যুবদলে নতুন প্রাণ ফিরে পেয়েছে এবং এতে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।
শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রাফিল, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান ইরান, ভিপি মো. জুয়েল, আসলাম হোসেন খোকন, উজ্জল হাওলাদার, এইচ. এম. লিমন, রাজিব হোসেন খান, রিয়াজ শরীফ, মাহমুদুল হাসান লিমন, মাহমুদুল হাসান রোমান, জেলা যুবদলের সদস্য জিয়া সিকদার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আল আমিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, দেহেরগতি ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জাকির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম, জাহাঙ্গীরনগর ইউনিয়নের যুবদল নেতা ফারুক হোসেন, ফিরোজ আহমেদ, রাশেদ খান, চাঁদপাশা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজুল ইসলাম, সদস্য সচিব মাসুদ রাড়ি, রহমতপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোকলেছুর রহমান, কেদারপুর ইউনিয়নের সদস্য সচিব কাওসার হোসেন, মাধবপাশা ইউনিয়নের আহ্বায়ক সবুজ হোসেন ও সদস্য সচিব রুবেল প্রমুখ।
পুনর্বহালের মধ্য দিয়ে বাবুগঞ্জ উপজেলা যুবদলের সাংগঠনিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন নেতাকর্মীরা।