নেছারাবাদে সড়কে ফেলে রাখা গাছে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত ৩

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে সড়কে ফেলে রাখা গাছে মোটরসাইকেলের ধাক্কা, গুরুতর আহত ৩
শনিবার ● ৮ নভেম্বর ২০২৫


নেছারাবাদে সড়কে ফেলে রাখা গাছে ধাক্কা, তিন যুবক গুরুতর আহত

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

নেছারাবাদে সড়কের ওপর ফেলে রাখা বন বিভাগের গাছে ধাক্কা লেগে তিন যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার (৮ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে সমুদয়কাঠি ইউনিয়নের সেহাংগল গ্রামের হাটখোলা বাজারের উত্তর পাশে জোড়া ব্রিজ সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

আহতরা হলেন উপজেলার জলাবাড়ী ইউনিয়নের ইদেলকাঠি গ্রামের তৈয়ব আলী মিয়ার ছেলে ইস্রাফিল (৩০), স্বপন মিস্ত্রীর ছেলে মোটরসাইকেল চালক জয়ন্ত মিস্ত্রী এবং সঞ্জয়ের ছেলে অসীম। স্থানীয়রা তাদের উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে তিনজনকেই বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ইস্রাফিলের অবস্থা আশঙ্কাজনক বলে নেছারাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা সাগরকন্যাকে জানান, তিন যুবক সন্ধ্যায় আমরাজুরি ফেরিঘাট থেকে মোটরসাইকেলে নেছারাবাদে ফিরছিলেন। পথে রাস্তার ওপর ফেলে রাখা বন বিভাগের একটি বড় রেণ্টি গাছে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং তিনজনই আহত হন।

নেছারাবাদ উপজেলা বন কর্মকর্তা মো. সালাউদ্দিন আহমেদ বলেন, গাছটি রাস্তার দিকে হেলে ছিল। এলাকাবাসীর অনুরোধে ইউএনও সেটি কাটার নির্দেশ দেন। তবে এ বিষয়ে কোনো টেন্ডার বা দরপত্র আহ্বান করা হয়নি।

নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

বাংলাদেশ সময়: ২৩:৩৩:৩৩ ● ২২৩ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ