সর্বশেষ

বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা গ্রেফতার
শুক্রবার ● ৭ নভেম্বর ২০২৫


 

বাবুগঞ্জের সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা কাজী এমদাদুল হক দুলাল গ্রেফতার

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য কাজী এমদাদুল হক দুলালকে গ্রেফতার করেছে ঢাকা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (৭ নভেম্বর) জুমার নামাজ আদায়ের পর ঢাকার খিলগাঁও এলাকার নিজ বাসার সামনের মসজিদ থেকে তাকে আটক করা হয়।

বাবুগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোস্তফা কামাল চিশতী বিষয়টি নিশ্চিত করেছেন।

কাজী এমদাদুল হকের পারিবারিক সূত্র জানায়, জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে ডিবি পুলিশের একটি টিম তাকে আটক করে নিয়ে যায়। তবে গ্রেফতারের সুনির্দিষ্ট কারণ জানা যায়নি।

দলীয় সূত্রে জানা গেছে, কাজী এমদাদুল হক দুলাল দীর্ঘদিন ধরে বাবুগঞ্জ উপজেলার আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এদিকে, গ্রেফতারের খবরে বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সরদার খালেদ হোসেন স্বপন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।

বাংলাদেশ সময়: ২০:৪৫:৪৪ ● ২৪ বার পঠিত




পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)

আর্কাইভ